২৬ মার্চ, ২০২৩ ০৯:১১

শচীনের সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন কোহলি, যা বললেন শাস্ত্রী

অনলাইন ডেস্ক

শচীনের সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন কোহলি, যা বললেন শাস্ত্রী

বিরাট কোহলি। ফাইল ছবি

বর্তমানে বিরাট কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৭৫। ভারতের সাবেক অধিনায়কের সামনে এখন শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙার হাতছানি। ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, আদৌ কি কোহলি আগামী কয়েক বছরের মধ্যে শচীনকে টপকে যাবেন?

সম্প্রতি এই একই প্রশ্ন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীকেও করা হয়েছিল। তিনি বলেন, আরও পাঁচ-ছয় বছর ক্রিকেট খেলবেন কোহলি। একশো সেঞ্চুরি করার সুযোগ রয়েছে কোহলির সামনে। তবে একশোটা সেঞ্চুরি তিনি করতে পারবেন কিনা সেই ব্যাপারে অবশ্য কিছু বলেননি শাস্ত্রী।

ভারতের সাবেক কোচ বলেন, ক’জন প্লেয়ার ১০০টা সেঞ্চুরি করেছে? মাত্র একটা। ফলে বিরাট যদি সেই মাইলস্টোন অতিক্রমও করে, তাহলেও সেটা বড় ব্যাপার হবে। আরও ক্রিকেট রয়েছে ওর মধ্যে। এখনও দারুণ ফিট কোহলি। বিরাটের মতো খেলোয়াড় যখন সেঞ্চুরি করতে শুরু করে, তখন একটার পর একটা সেঞ্চুরি আসতেই থাকে। ১৫টি ম্যাচের মধ্যে ৭টি সেঞ্চুরি করছে বিরাট। বিরাট এখনও ৫-৬ বছর ক্রিকেট খেলতে পারবে। তবে একশোটা সেঞ্চুরির মালিক কেবল একজন, এ কল্পনার অতীত। সেই কারণেই বলছি, বিরাট যদি ওর কাছাকাছি পৌঁছতেও পারে, তাহলেও তা বড় ব্যাপার হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর