২৯ মার্চ, ২০২৩ ১৬:১০

আশরাফুলকে ছাড়িয়ে দ্রুততম ফিফটির রেকর্ড লিটন দাসের

অনলাইন ডেস্ক

আশরাফুলকে ছাড়িয়ে দ্রুততম ফিফটির রেকর্ড লিটন দাসের

বাংলাদেশের হয়ে ১৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন দাস।

আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের এই রেকর্ড করলেন তিনি। শুধু টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।

এর আগে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ সাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন সাবেক এই ব্যাটার।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪২ বলে ৯১ রানের বিধ্বংসী জুটি গড়েছিলেন লিটন দাস আর রনি তালুকদার। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও উড়ন্ত সূচনা করেছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১২৪ রান। লিটন ৭৮ আর রনি ৪৪ রানে অপরাজিত আছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর