ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিশন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। বাংলাদেশ দল এই টেস্টে আক্রমণাত্বক ক্রিকেট খেলতে চায় এমনটি জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এই অলরাউন্ডার দাবি করেছেন রান করাটাই আসল কাজ। মিরাজ যেমনটা বলছিলেন, ‘একটা জিনিস যদি দেখেন, বর্তমানে কিন্তু সব ফরম্যাটেই আক্রমণাত্বক ক্রিকেট হচ্ছে। টেস্ট ক্রিকেটও এখন আক্রমণাত্বকভাবে খেলা হচ্ছে। তাই আমাদেরও লক্ষ্য থাকবে আক্রমণাত্বক ক্রিকেটটা খেলা। দিন শেষে রান করাটাই আসল কাজ। সাদা বল, লাল বল কোনো বিষয় না। মূল বিষয়টা হলো রান করা। একটা খেলোয়াড় রান পাচ্ছে কিনা, ১০০ করছে কিনা - এটাও অনেক গুরুত্বপূর্ণ।’
র্যাংকিংয়ের পেছনের দলগুলোর বিপক্ষে খেললে মনোযোগ একটু কম থাকে কিনা এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, 'আন্তর্জাতিক খেলা মানে আন্তর্জাতিক খেলা। এখানে এক নম্বর দলের সঙ্গে খেললে যেমন অনুভূতি কাজ করে, ১০ নম্বর দলের বিপক্ষে খেললেও সেই একই অনুভূতি কাজ করে।’এদিকে আয়ারল্যান্ড দল এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে মোটে তিনটে। দলে ১৫ জনের স্কোয়াডে ৯ জনই আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। এরমধ্যে দু'জন আছেন, যাদের নেই কোন প্রথম শ্রেণী ম্যাচ খেলার অভিজ্ঞতাও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ