ফলোঅনে পড়া আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসেও গুটিয়ে গেছে ১৬৮ রানে। এতে প্রথম টেস্ট শ্রীলঙ্কা জিতেছে ইনিংস ও ২৮০ রানে। যা তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
গল টেস্টের প্রথম দুই দিন ব্যাট হাতে আইরিশ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরা। আগের দিন দিমুথ করুণারত্নে (১৭৯) ও কুশল মেডিস (১৪০) ব্যাট হাতে তাণ্ডব চালানোর পর দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন দীনেশ চান্ডিমাল (১০২) ও সাদিরা সামারাবিক্রামা (১০৪)। আর তাতে ভর করে ৬ উইকেটে ৫৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
জবাব দিতে নামা আয়ারল্যান্ড প্রথম ইনিংসে পড়ে প্রবাথ জয়াসুরিয়া ঘূর্ণিজাদুর সামনে। একাই ৭ উইকেট তুলে নেন লঙ্কান স্পিনার। ১৪৩ রানেই গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রান তুলতে পারে সফরকারীরা। সর্বোচ্চ ৪২ রান আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে।শ্রীলঙ্কার হয়ে প্রবাথ জয়াসুরিয়া প্রথম ইনিংসে সাত উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নেন তিন উইকেট। এতে দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১০। এছাড়া দ্বিতীয় ইনিংসে রামেশ মেন্ডিস নেন পাঁচ উইকেট।
বিডি প্রতিদিন/এমআই