শিরোনাম
২২ এপ্রিল, ২০২৩ ১৬:৪৭

‘সেরা ক্যাচের’ পুরস্কার না পেয়ে আক্ষেপ ধোনির

অনলাইন ডেস্ক

‘সেরা ক্যাচের’ পুরস্কার না পেয়ে আক্ষেপ ধোনির

মহেন্দ্র সিং ধোনি

আইপিএলে দুর্দান্ত ক্যাচ ধরার পরও ‘সেরা ক্যাচের’ পুরস্কার না পেয়ে হতাশ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক হার্ষা ভোগলের কাছে সেই আক্ষেপের কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট করার সুযোগ হয়নি ধোনির। ১৩৪ রানের স্কোর তাড়ায় ৮ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় চেন্নাই।

এদিন রবীন্দ্র জাদেজা দারুণ বোলিং করেছেন। নিয়েছেন ৩ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এটি চেন্নাই সুপার কিংসের টানা দ্বিতীয় জয়। চেন্নাইয়ের এই জয়ে বড় অবদান ডেভন কনওয়ের। অপরাজিত ছিলেন ৭৭ রান করে।

ধোনিকে যদিও ব্যাটিং করতে হয়নি। কিন্তু উইকেটের পেছনে গ্লাভস হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ধোনি। কাল দিনটা উইকেটকিপার হিসেবে ছিল ধোনির জন্য ঘটনাবহুল। দারুণ ওই ক্যাচের পাশাপাশি তিনি করেছেন একটি স্টাম্পিংও। একটি রান আউটেও অবদান তার।

প্রথমে মাহিশ থাকসেনার বলে এইডেন মার্কওরামের দুর্দান্ত ক্যাচ ধরেন ধোনি। এমন ক্যাচ ধরা মোটেও সহজ ব্যাপার নয়। এই ক্যাচ ধরার জন্যই তার ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার পাওয়া উচিত ছিল বলে দাবি করেন ধোনি।

এরপর জাদেজার বলে মায়াঙ্ক আগরওয়ালকে স্টাম্প-আউট করেন ধোনি। প্রথম ইনিংসের একেবারে শেষ বলে সরাসরি থ্রোয়ে ওয়াশিংটন সুন্দরকে রান-আউট করেন ক্যাপ্টেন কুল।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ধোনি হার্শা ভোগলেকে সেরা ক্যাচের পুরস্কার না পাওয়ার ক্ষোভ জানিয়ে বলেন, ‘তারা আমাকে সেরা ক্যাচের পুরস্কারটি দিল না। আমি মনে করি ক্যাচটা দুর্দান্ত ছিল। আমি বেশ কঠিন একটা জায়গায় ছিলাম। কিপাররা গ্লাভস পরে বলে সবাই মনে করে ওই ধরনের ক্যাচ নেওয়া সহজ। অনেক আগে রাহুল দ্রাবিড় ঠিক এমন একটা ক্যাচ নিয়েছিলেন উইকেটকিপার হিসেবে। একজন মানুষের ক্যাচ নেওয়ার পূর্ণ দক্ষতা বিচারে ওই ধরনের ক্যাচ নেওয়া সম্ভব নয়। খুব কঠিন জায়গা থেকে ওই ক্যাচ নিতে হয়।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর