৮ মে, ২০২৩ ০০:২৮

যেভাবে হায়দরাবাদকে জেতালেন সামাদ

অনলাইন ডেস্ক

যেভাবে হায়দরাবাদকে জেতালেন সামাদ

২১৫ রানের টার্গেট। শেষ বলে সানরাইজার্স হায়দরাবাদেরও জয়ের জন্য দরকার ছিল ৫ রান। ঠিক সেই সময় রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মার বল তুলে মারতে গিয়ে জস বাটলাররের হাতে ক্যাচ দেন আবদুল সামাদ। ভাবছেন খেলা শেষ, হার মেনে নিয়ে মাঠ ছেড়েছে হায়দরাবাদ? না।

এলো নো বলের সংকেত। পপিং ক্রিজ পেরিয়ে গিয়েছিলেন সন্দীপ। আউট থেকে রক্ষা পেলেন সামাদ। সাথে পেলেন আরও একটা বল এবং ফ্রি হিট এবং একটা রানও যোগ হয়েছিল স্কোরে।

এবার গড়বড় না করে সামাদ সপাটে হাঁকালেন। ব্যস খেল খতম। সাইট স্ক্রিনের ওপর বল ভাসতে বাউন্ডারি ছাড়া। রাজস্থানকে আক্কেলগুড়ুম করে হায়দরাবাদকে এনে দিলেন অবিশ্বাস্য জয়। আরও একজন ব্যাটে ঝড় তুলেছিলেন এই ম্যাচে। গ্লেন ফিলিপ তার নাম। ৭ বলে ২৫ রানের মারদাঙ্গা ইনিংস খেলেছেন তিনি। 

এ জয়ে আবারও দিল্লি ক্যাপিটালকে তলানিতে ঠেলে দিয়ে নয়ে উঠে এল হায়দরাবাদ। জিইয়ে রাখল প্লে অফে ওঠার সম্ভাবনাও।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর