২ জুন, ২০২৩ ০৪:৩১

নারী ক্রিকেটে প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নিয়োগ দিল বিসিবি

অনলাইন ডেস্ক

নারী ক্রিকেটে প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নিয়োগ দিল বিসিবি

ইংল্যান্ডের ইয়ান ডুররেন্ট

বাংলাদেশের নারী ক্রিকেটে নিয়োগ দেওয়া হলো প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ। দুই বছরের চুক্তিতে এই দায়িত্ব নিলেন ইংল্যান্ডের ইয়ান ডুররেন্ট।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এক দশকের বেশি সময় ধরে তিনি দলটির স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছে গেছেন ইয়ান।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, বাংলাদেশ নারী দলের সঙ্গে যুক্ত হয়ে আমি রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। সবার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষার তর সইছে না আমার। নারী দলের সামনে এখন ব্যস্ত বছর। কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছি।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর