৯ জুন, ২০২৩ ২১:২৭

জামালও সিভিতে জুড়তে চান সাফ শিরোপা

অনলাইন ডেস্ক

জামালও সিভিতে জুড়তে চান সাফ শিরোপা

নিজের সিভিতেও সাফ জয়ের কথা জুড়তে চান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেছেন, ‌‘যারা ফুটবল খেলে, তারা সবাই চায়, সিভিতে কিছু একটা থাকুক, সাফ শিরোপা থাকুক। একই চাওয়া আমারও। ইনশাল্লাহ… কেবল আমি নই, দলের সবাই এটা চায়। বাংলাদেশ দলের সবার জন্যই এটা অনেক বড় স্বপ্ন।’ 

২০১৩ সাল থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের আসরে খেলছেন জামাল। তবে শিরোপা স্বাদ চেখে দেখা হয়নি তার। এবার সেই স্বপ্নকেই ছুঁতে চান জামাল। 

তিনি বলেছেন, ‘আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। সেমি-ফাইনাল, ফাইনাল এই চিন্তাগুলো এখন আমাদের বাদ দিতে হবে, এখন আমরা চিন্তা করব লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে। এরপর মালদ্বীপ, ভুটান ম্যাচ নিয়ে ভাবতে হবে। এরপর আমাদের পরবর্তী লক্ষ্য নির্ধারণ করতে হবে।’ 

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে মালদ্বীপ ও ভূটান। 

গত ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে প্রথম এবং সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর