অ্যাশেজে ইতোমধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচের দু'টিতে জিতে সফরকারী অস্ট্রেলিয়া এগিয়ে আছে। তবে তৃতীয় ম্যাচ জিতে সেই রেসে নিজেদেরও টিকিয়ে রাখল বেন স্টোকসের দল। তাদের এই মনোভাবের প্রমাণ মেলে চতুর্থ টেস্ট শুরুর দু'দিন আগেই দেওয়া একাদশ ঘোষণায়। এবার তাদের পথে হাঁটলেন প্যাট কামিন্সরাও। তারাও ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছেন।
ম্যানচেস্টারে আজ (১৯ জুলাই) থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। যেখানে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে সফরকারীদের। তবে দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই ইংলিশদের। ম্যাচটি দিয়ে ইংল্যান্ড একাদশে ফিরছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। মূলত ইনজুরিতে ছিটকে গেছেন ওলি রবিনসন, তার জায়গাতেই অ্যান্ডারসন দলে ঢুকেছেন। ফিরেছেন মঈন আলী, ব্যাট করবেন তিন নম্বরে।
দুটি পরিবর্তন নিয়ে নামবে অস্ট্রেলিয়াও। একাদশের বাইরে রাখা হয়েছে আগের ম্যাচে থাকা টড মার্ফি এবং স্কট বোল্যান্ডকে। তাদের পরিবর্তে খেলবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং জশ হ্যাজলউড। ফর্মহীনতায় ভোগা ডেভিড ওয়ার্নারও দলে আছেন। সম্প্রতি টানা রান না পাওয়ার ব্যর্থতায় দল থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন তিনি। এছাড়াও ছিল চলতি অ্যাশেজ শেষেই অবসর নেওয়ার চাপ!
বিডি প্রতিদিন/ ওয়াসিফ