৯ আগস্ট, ২০২৩ ১৩:২৮

আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন শোয়েব মালিক!

অনলাইন ডেস্ক

আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন শোয়েব মালিক!

ফাইল ছবি

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টে খেলার স্বপ্ন দেখেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

তিন দশক ধরে ক্রিকেট খেলে যাওয়া শোয়েব মালিক বলেন, আমি টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছি। খেলা ছাড়ার সময় আমার ব্যাটে রান ছিল। আমি এখনো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে চাই। তবে মনে হয় না ক্রিকেট বোর্ড আমাকে আর সুযোগ দেবে। আমি তত দিন খেলে যাব, যত দিন আমার মনোবল আছে। 

শোয়েব মালিকের বয়স এখন ৪১ বছর। ২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৯ সালে সবশেষ খেলেন ওয়ানডে ক্রিকেট। আর ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন টি-টোয়েন্টি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর