শনিবার এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। আর সেই মহারণে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বিশেষভাবে শাহিন শাহ আফ্রিদি সম্পর্কে সতর্ক করেছে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন। ২০২১ টি-টোয়োন্টি বিশ্বকাপের মতো যাতে শাহিনের বলে শূন্য রানে আউট হতে না হয়, সেজন্য রোহিতকে রক্ষণাত্মক পথ বেছে নিতে বলেছেন সাবেক এই অজি ব্যাটার। তিনি মনে করেন, শাহিনের ইয়র্কার রুখতে রয়েসয়ে খেলতে হবে রোহিতকে। আর শাহিনের প্রথম তিন ওভার এভাবে দেখে শুনে খেলতে বলেছেন হেইডেন।
২০২১ সালের টি-টোয়েন্টি আসরে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ভারত।
হেইডেন মনে করেন, শাহিনের বিরুদ্ধে রক্ষণাত্মক পন্থা নেওয়াই ভারতের জন্য ভালো উপায়। তিনি বলেছেন, ‘আপনাদের শাহিন আফ্রিদির বিরুদ্ধে রক্ষণাত্মক হতে হবে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে রাখতে হবে। শাহিন প্রথম দিকে উইকেট তুলে নিতে বেশ পারদর্শী।’হেইডেনের মতে, ‘রোহিত শর্মার বিপক্ষে সে যখন বল করবে, তখন শাহিনকে একটু সতর্কতার সাথেই মোকাবেলা করতে হবে। যদি বল সুইং করে, তবে তার প্রথম তিন ওভার দেখেশুনে খেলতে হবে।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল