১১ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৪৫

সমালোচকদের এক হাত নিয়ে রাজ্জাক গাইলেন আপন সাফাই!

অনলাইন ডেস্ক

সমালোচকদের এক হাত নিয়ে রাজ্জাক গাইলেন আপন সাফাই!

এশিয়া কাপের টিম টাইগার্সের পারফর্ম্যান্স দেখে যে কেউ অনায়াসে বলে দিতে পারেন পরিকল্পনাহীনতার কারণে এই বেহাল অবস্থা। তবে বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ দলের নির্বাচক আবদুর রাজ্জাক। তিনিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর তরিকায় আত্মপক্ষ সমর্থন করে উল্টো সমালোচকদের ধুয়ে দিলেন।

টাইগার সাবেক স্পিনার বলেছেন, ‘আমি আসলে এটাকে খুব নেতিবাচকভাবে নিতে চাই না। খেলার মধ্যে কিছু ভুল থাকবেই। অবশ্যই যারা খেলে ওরাও চেষ্টা করে যতটা কম ভুল করা যায়।’ ‘যখন কোনো একটা টুর্নামেন্টে আসে কোনো একটা দল, আশা থাকতেই পারে। সব দলেরই আশা থাকে, কিন্তু সবাই কি চ্যাম্পিয়ন হয়? তবে এটা বলতে পারি আমরা আরেকটু ভালো খেললে ভালো হতো।’

রাজ্জাক ক্ষেপে গিয়ে আরো বলেছেন, ‘এক ম্যাচে খারাপ হলেই যেন বাংলাদেশ দল কোনো দিন কিছু করেনি! এ রকম কেন হয় জানি না। আমাদের দৃষ্টিভঙ্গি ও রকম নয়। খারাপ হয়েছে ঠিক আছে, উন্নতি করার জন্য যে যে কাজগুলো করা দরকার, সেগুলো করার চেষ্টা করতে হবে।’

রাজ্জাকের ‘চাচা আপন প্রাণ বাঁচা’ নীতি আরো পরিষ্কার হয়েছে এই কথাগুলোতে। তিনি বলেছেন, ‘‘এ রকম একটা টুর্নামেন্ট হচ্ছে। অথচ আমরা যে খেলার আগে কত খেলা খেলে আসলাম বাংলাদেশ থেকে! এটাই সবচেয়ে বড় সমস্যা। ওরাও তো মানুষ, ওরা খেলতে নামছে। ওদের চাপ থাকতে পারে, ভয় লাগতে পারে।’ 

রাজ্জাক আরো মনে করেন খেলোয়াড়দের দিকটা কেউই ভাবে না। তিনি বলেন, ‘আমরা এগুলো কখনো দেখি না। এ কেন নেই, ও কেন আছে...খালি এসব আলোচনা। যে দলে আছে তাকে উৎসাহ না দিয়ে বিভিন্নভাবে তার ওপর চাপ তৈরি করা হচ্ছে। আসলে আমরা সবাই কতটুকু ভালো চাচ্ছি বাংলাদেশের, সেটাও দেখার বিষয়।’

আর সমালোচকদের উদ্দেশে রাজ্জাকের সাফ কথা ‘সমালোচনা থাকবেই। আপনারা (সংবাদমাধ্যম) তো সমালোচনার জন্যই আছেন। সমালোচনা তো করবেনই। তবে বুঝলে সমালোচনা করার কথা নয়। না বুঝে করলে খুব একটা কিছু বলার নেই।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর