১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৪২

ইংল্যান্ডের সাথেই থাকছেন ‘রিজার্ভ’ আর্চার

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের সাথেই থাকছেন ‘রিজার্ভ’ আর্চার

বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই দলে অবশ্য দীর্ঘদিন ধরেই কনুইয়ের চোটে থাকা পেসার জফরা আর্চারের জায়গা হয়নি।

তবে মূল দলে জায়গা না পেলেও রিজার্ভ খেলোয়াড় হিসেবেই ইংল্যাণ্ডের সাথে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাচ্ছেন আর্চার। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের নির্বাচক লুক রাইট।

আর্চার সম্প্রতি ইংল্যান্ড দলের অনুশীলনে ফিরেছেন। তবে এখনো পরিপূর্ণভাবে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠতে পারেননি তিনি।

গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আর্চার। তবে চোটের কারণে অনেকদিন ধরেই আর্চার দলে অনিয়মিত।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর