এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। অজিদের হয়ে চারটি গোলই করেছেন সিয়েন্না ডেল। এর ফলে চলতি আসর থেকেই ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা।
অবশ্য এই আসরে নিজেদের প্রথম দুই ম্যাচই হেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ তে, পরেরটায় ফিলিপাইনের কাছে ৩-১ গোলেরহার।
ভিয়েতনামের হ্যানয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে পুরো ম্যাচে অস্ট্রেলিয়া দাপট দেখিয়েছে।এই হারের মধ্য দিয়েই এবারের এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭-এর অভিযান গ্রুপ পর্বেই শেষ হল বাংলাদেশের মেয়েদের।
বিডি প্রতিদিন/নাজমুল