ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ ম্যাথিউসের।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), কুশল পেরেরা, পাতুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মহীশ থিকশানা, দুনিত ভেল্লালাগে, কাসুন রাজিতা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।
এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ দলে জায়গা হয়নি বিনোরা ফার্নান্দো, প্রমোদ মদুশান ও দুশান হেমন্তর।হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপের ফাইনাল না খেলা মাহিশ থিকশানাও রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।
বিডি প্রতিদিন/নাজমুল