আসছে কোপা আমেরিকায় কনকাশন বদলির নিয়ম চালু করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। কোনো ফুটবলারের মাথায় আঘাতের ক্ষেত্রে বাড়তি বদলি নামাতে পারবে দলগুলো।
যুক্তরাষ্ট্রে আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর। মঙ্গলবার কনমেবল জানায়, কোপা আমেরিকার পর তাদের অন্যান্য টুর্নামেন্টেও কার্যকর হবে কনকাশন বদলির নিয়ম।
এমনিতে ম্যাচে পাঁচ জন বদলির নিয়ম আছে এখন। এছাড়াও কোনো ফুটবলার মাথায় আঘাত পেলে ষষ্ঠ বদলি নামানো যাবে। এজন্য রেফারি বা চতুর্থ অফিসিয়ালকে অবহিত করতে হবে এবং একটি গোলাপী কার্ড ব্যবহার করা হবে।
মাথায় আঘাতের বেশ কিছু ঘটনার পর ফুটবলে কনকশন বদলি ব্যবহারের আহ্বান জানায় কয়েকটি দাতব্য সংস্থা। ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি মার্চ মাসে ফুটবলের আইনে সেগুলোকে অন্তর্ভুক্ত করেছে। তবে নিয়মটি বাস্তবায়নের ভার প্রতিটি প্রতিযোগিতার আয়োজকদের ওপর ছেড়ে দিয়েছে তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        