২৩ মে, ২০২৪ ১৬:৫৫

যুক্তরাষ্ট্রের কাছে হেরে নাসায় ঘুরতে গেলেন টাইগাররা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কাছে হেরে নাসায় ঘুরতে গেলেন টাইগাররা

সংগৃহীত ছবি

নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে চাপমুক্ত থাকার চেষ্টা করছেন টাইগাররা। সিরিজে ফেরার ম্যাচের আগে স্থানীয় সময় বুধবার ছুটির দিনে বেড়িয়েছিলেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবরা।

হিউস্টনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ঘুরতে গিয়েছিলেন ক্রিকেটাররা। যেখানে হাজারো ব্যর্থতার পর অবিশ্বাস্য এক আবিষ্কারের জন্ম হয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই অসাধ্যকে সাধন করার চেষ্টা করা হয়।

মহাকাশ নিয়ে গবেষণা করা সংস্থায় ঘুরে দেখার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলের কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। মহসিন ফেসবুকে লিখেছেন, ‘নাসায় ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়াটা দারুণ। কিছু ব্যর্থতা আপনাকে সংযত এবং অনুপ্রেরণা দিতে শেখাবে।’

প্রথম ম্যাচে ৫ উইকেটের হারের পর আজ বৃহস্পতিবার রাত ৯টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে শান্তরা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। এই অনুপ্রেরণা নিয়ে কতটা সুফল বয়ে আনতে পারেন ক্রিকেটাররা, সেটা তো সময়ই বলে দেবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর