২৭ মে, ২০২৪ ১৮:৪৩

ছক্কা মারা নিয়ে যা বললেন রিশাদ

অনলাইন ডেস্ক

ছক্কা মারা নিয়ে যা বললেন রিশাদ

বিশ্বকাপ উপলক্ষে দলে থাকা খেলোয়াড়দের সাক্ষাৎকারের ধারাবাহিক ভিডিও প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ভিডিওতেই রিশাদ হোসেন জানালেন তার ছক্কা মারার ফর্মুলা। তিনি বলেছেন, ‘সব ব্যাটসম্যানই চায় বড় শট খেলতে। আমিও সেটিই চাই। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছক্কা মারার ক্ষেত্রে। আমি চেষ্টা করি। বোলার বা অন্য কিছু দেখি না, বল দেখি শুধু।'

লেগ রিশাদ স্পিনার বলেছেন, ‘দলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন দিক থেকেই কিছু দেওয়ার চেষ্টা করব। ক্রিকেট শুরু করেছি লেগ স্পিনার হিসেবে, কিন্তু জানতাম দেশকে কিছু দিতে হলে তিন বিভাগেই দিতে হবে। তিন দিক থেকে দিতে গেলে আমাকে ব্যাটিংয়ের দিক থেকেও একটু খাটতে হবে। চেষ্টা করেছি ব্যাটিংয়ে উন্নতি করতে।’

রিশাদ পাশে পাচ্ছেন পাকিস্তানের হয়ে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদকে। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ। রিশাদ বলেছেন, ‘উনি বিশ্বমঞ্চে কীভাবে দাপট দেখিয়েছেন, সেসব অভিজ্ঞতা শেয়ার করছিলেন। আমি জানতে চাচ্ছিলাম, এমন বড় মঞ্চে কীভাবে পারফর্ম করা যায়, ‘কাম অ্যান্ড কুল (নির্ভার)’ থাকা যায়। উনি বলেছেন, বিশ্বমঞ্চে যত ঠাণ্ডা থাকা যায়, ততো ভালো পারফর্ম করা যায়। চেষ্টা করব এগুলো করে দেখাতে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর