প্যারিস অলিম্পিক ২০২৪ সালের আসরে প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। নাটকীয় ও বিতর্কিত এই ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গেছে আলবিসেলেস্তারা। শুধু ম্যাচ হার নয়, তার আগেও বড় বিপদের সম্মুখীন হয়েছেন আর্জেন্টিনা। ম্যাচ পরবর্তী বক্তব্যে কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, ম্যাচের আগে ডাকাতির শিকার হয়েছেন তারকা থিয়াগো আলমাদা।
মাসচেরানো বলেন, ‘গতকাল যখন তারা অনুশীলন করছিল, তখন আমরা ডাকাতির শিকার হয়েছি। এটি অলিম্পিক গেমস, কোনো প্রতিবেশি দেশের টুর্নামেন্ট নয়। এমনটা মানা যায় না। থিয়েগো আলমাদা তার ঘড়ি, আংটি সবকিছু হারিয়েছে। এটি অলিম্পিক গেমসেই ঘটেছে! অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি।’
এই ঘটনায় আর্জেন্টাইন প্রতিনিধিরা লিও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সেইন্ট ইতিয়েনের নিকটবর্তী প্রসিকিউটরের কার্যালয় থেকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অলিম্পিকে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে ২-১ গোলে হেরে গেছে আলবিসেলেস্তারা। বিতর্কিত এই ম্যাচের পর ফিফার কাছে অভিযোগও করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ