স্বপ্নের ফাইনালের সামনে দাঁড়িয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় দলীয় শতরানও করতে পারেনি টাইগ্রেসরা।
অবশ্য ২০১৮ সালে এই ভারতকেই ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে নিগার সুলতানা জ্যোতিরা।
শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে পড়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করতে সক্ষম হয়।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩২ রান ও স্বর্ণা আক্তার অপরাজিত ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
বিডি প্রতিদিন/আরাফাত