আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন প্যারিস অলিম্পিক শেষে নিজের ভবিষ্যতের কথা জানাবেন বলেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজ। গত শুক্রবার স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে অলিম্পিক থেকে ছিটকে যায় আর্জেন্টিনা। এরপর আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তার অ্যাতলেতিকোতে যাওয়ার গুঞ্জনই সত্যি হতে চলেছে। বিবিসি জানিয়েছে, অ্যাতলেতিকোর দেওয়া ৯৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানচেস্টার সিটি মেনে নিয়েছে।
বিবিসির খবর অনুযায়ী, এরমধ্যেই সিটির সাথে চুক্তিতে সম্মত হয়েছে অ্যাতলেতিকো। তার জন্য প্রাথমিকভাবে ৭৫ মিলিয়ন ইউরো খরচ হবে স্প্যানিশ ক্লাবটির। আর সম্ভাব্য অ্যাডঅনগুলোতে আরও ২০ মিলিয়ন ইউরো।
তবে এখনও আলভারেজের সঙ্গে ব্যক্তিগত শর্তে সম্মত হয়নি অ্যাতলেতিকো। অন্যদিকে, সিটি ছেড়ে যেতে চায় এমন খেলোয়াড়ের পথে দাঁড়াবেন না, তা আগেই জানিয়েছিলেন কোচ গার্দিওলা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ