পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমের উইকেটকে স্বপ্নের মতো বলছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।
লাহোরে এক সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, বাবরের উইকেট শিকার আমার কাছে স্বপ্নের মতো হবে। পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে উদগ্রীব থাকবে পুরো দল।
আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন শরিফুল।
পাকিস্তান সিরিজের জন্য দল কঠোর পরিশ্রম করছে বলে জানান তিনি। শরিফুল বলেন, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিচ্ছি আমরা। সবকিছুর সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আমার মনে হয় দল পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে।’
পাকিস্তান দলের সেরা ব্যাটারের তকমটা ইতোমধ্যে পেয়েছেন বাবর। তাই বাবরের উইকেট পাওয়াকে স্বপ্নের মতো মনে করেন শরিফুল। তিনি বলেন, ‘আমার কাছে বাবর আজমের উইকেট স্বপ্নের মতো। আমি তার উইকেট পেলে খুব খুশি হব। আমি তার সাথে সর্বশেষ এলপিএল খেলেছি। তিনি খুবই ভালো মানুষ। আমাদের তাকে দ্রুত ফেরাতে হবে।’
পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ নিয়ে শরিফুল আরও বলেন, ‘পাকিস্তান দলে বিশ্বমানের ব্যাটার আছে। আমাদেরও ভালো বোলিং অ্যাটাক আছে। তাদের সাথে আমাদের লড়াই করতে হবে। কিন্তু এটা তাদের ঘরের মাঠ হওয়ায়, আমাদের জন্য কাজটা কঠিন হবে।’
পাকিস্তানে সংবাদমাধ্যমের খবর, রাওয়ালপিন্ডির উইকেটে ঘাস থাকবে। যা পেস সহায়ক হবে। পেস সহায়ক উইকেটে সেরাটা দিতে চান শরিফুল। তিনি জানান, ‘আমি এখনও রাউয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি, কিছু ঘাস থাকবে উইকেটে। উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট থাকাটা সব পেসারই পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো ব্যাপার।’
প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হওয়ার আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল।
বিডি-প্রতিদিন/বাজিত