টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল।
নভেম্বরে মালাগায় ডেভিস কাপের ফাইনাল খেলেই র্যাকেট তুলে রাখবেন ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় নাদাল বলেন, “আমি আপনাদের জানাতে চাই যে, পেশাদার টেনিস থেকে আমি অবসর নিচ্ছি। বাস্তবতা হলো, কয়েকটি বছর বেশ কঠিন ছিল আমার জন্য, বিশেষ করে শেষ দুই বছর। আমার মনে হয় না, সে সময় আমি বাধাহীনভাবে খেলতে পেরেছি।”তিনি আরও বলেন, “কঠিন এই সিদ্ধান্ত নিতে বেশ সময় লেগেছে আমার, তবে জীবনে সবকিছুরই শুরু ও শেষ রয়েছে। আমি বিশ্বাস করি, এতো দীর্ঘ ও কল্পনার চেয়েও বেশি সফল ক্যারিয়ারের শেষ টানার এটাই সঠিক সময়।” সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/একেএ