টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। সোমবার মিরপুর টেস্টে মুশফিকুর রহিমের উইকেটটি তুলে সাদা পোশাকে নিজের ৩০০তম উইকেটের দেখা পেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে কমপক্ষে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তির পাশাপাশি বিশ্ব রেকর্ডও গড়লেন রাবাদা। পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনিসকে ছাড়িয়ে তিনিই এখন টেস্টে বলের হিসেবে দ্রুততম ৩০০ উইকেটশিকারি বোলার।
ওয়াকারের এই মাইলফলক ছুঁতে লেগেছিল ১২৬০২ বল, রাবাদার লাগল ১১৮১৭ বল। মানে ৭৮৫টি কম। কমপক্ষে ৩০০ টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনিই একমাত্র, যার স্ট্রাইক রেট ৪০-এর নিচে।
বিডি প্রতিদিন/এমআই