৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব ছেড়ে দিলেও পরিচালক পদে রয়ে গিয়েছিলেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদ আসার পর থেকে বিসিবির পরিচালনা পর্ষদের যে কয়টা সভা হয়েছে, তাতে অনেক পরিচালকই অনুপস্থিত ছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়।
অনুপস্থিত থাকা পরিচালকদের পদ শূন্য হয়ে যাবে নাকি, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে; এ নিয়ে অনেক আলোচনা ছিল। অবশেষে তাদের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি।
বুধবার (৩০ অক্টোবর) ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়েছে। এর মধ্যে আছেন সর্বশেষ সভাপতি নাজমুল হাসানও। এর বাইরে তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানসহ সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের মধ্যে আছেন ইসমাইল হায়দার, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী। পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও এনায়েত হোসেনের।
এ ছাড়াও বোর্ড সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে পুরোপুরি ই-টিকিটের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তিনটি বড় ভেন্যুতে আধুনিক জিম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবারের বোর্ড সভায়। বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তনের জন্য নাজমুল আবেদীন ফাহিমকে সভাপতি করে একটি কমিটিও করে দেওয়া হয়েছে।