আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দিয়ে নতুন রেকর্ড গড়ল সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ক্রিকেট ভেন্যু শারজা। আজ ৩০০-এর বিশেষ মাইলফলক ছুয়েছে ভেন্যুটি।
ক্রিকেট ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করছে শারজা ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে এখন পর্যন্ত হয়েছে ৯টি টেস্ট, ২৫২টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ।
আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও ক্রিকেট প্রশাসক আবদুল রহমান বুখাতির শারজার মরুভূমিকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করে সেই সময় ক্রিকেট-বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন।
ভেন্যুটি সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করে অনেক আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। আজ প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের মাইলফলক ছুঁয়ে নতুন এক উচ্চতায় উঠছে শারজা।
১৯৮৪ সালে শারজায় প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেটি ছিল এশিয়া কাপের ম্যাচ। ১২ বছর পর ১৯৯৬ সালে শারজায় শততম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। শারজা কাপের ম্যাচটি ৮০ রানে জেতে প্রোটিয়ারা। শারজায় ২০০তম ম্যাচটিও ছিল ওয়ানডে। ২০০৩ সালে সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় জিম্বাবুয়ে।
একক ভেন্যু হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক এই ভেন্যুতে হয়েছে ২৯১ ম্যাচ। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা শীর্ষ পাঁচ ভেন্যুর বাকি তিনটি অস্ট্রেলিয়ার আরেক বিখ্যাত মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (২৮৭), জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব (২৬৭) ও ক্রিকেট-তীর্থ হিসেবে পরিচিত লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (২২৭)।
বিডি প্রতিদিন/নাজমুল