পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করেও ফিনিশিংয়ের অভাবে ইন্টার মিলানের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হলো আর্সেনালকে। বুধবার (৬ নভেম্বর) ঘরের মাঠ সান সিরোয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মিলানের হয়ে জয়ী গোলটি করেন হাকান কালহানোগলু। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।
ম্যাচ শুরুর ৯০ সেকেন্ডের মাথায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায় ইন্টার। তবে ভাগ্য সহায় হয়নি, বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। এরপর কালহানোগলুর দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
এরপরই ধীরে ধীরে গুছিয়ে উঠে টানা আক্রমণ শুরু করে আর্সেনাল। তবে একের পর এক আক্রমণ করেও গোল নামক সোনার হরিণের দেখা মেলেনি। বিপরীতে বিরতির আগেই গোল আদায় করে নেয় ইন্টার।
আর্সেনালের বক্সে তাদের মিডফিল্ডার মিকেল মেরিনোর হাতে বল লাগলে পেনাল্টি পায় ইন্টার। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন তুর্কি মিডফিল্ডার কালহানোগলু। এবারের চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের জালে এটাই প্রথম গোল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারীরা। তবে তাতে কোনো লাভ হয়নি। গোল পাওয়ার পর নিজেদের রক্ষণে জমাট বেঁধে দাঁড়িয়ে যায় ইন্টার। সেটা আর ভেদ করতে পারেননি আর্সেনালের আক্রমণভাগ। ফলে হার নিয়েই মঠ ছাড়তে হয়।
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার শুরু করে ড্রয়ের মধ্য দিয়ে। তবে পরের তিন ম্যাচেই জিতল ইতালিয়ান ক্লাবটি। চার রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে দলটি। ৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছে আর্সেনাল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ