সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪-২৫ নভেম্বর আইপিএলের অষ্টাদশ আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে নিজেদের ডাগআউটে শক্তি বাড়াল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। বোলিং কোচ হিসেবে তারা ভারতের বিশ্বকাপজয়ী পেসার মুনাফ প্যাটেলকে নিয়োগ দিয়েছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে সুইং বোলিংয়ে ব্যাটারদের খাবি খাওয়ানো সাবেক এই তারকা একই কৌশল শিষ্যদের মাঝেও ছড়িয়ে দিতে চাইবেন!
মুনাফ প্যাটেলকে কোচ করার বিষয়টি নিজেদের সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি। আগের কয়েক আসর দলটির ডাগআউটে ছিল বড় মুখের ছড়াছড়ি। তবে তাতে সাফল্য আসেনি। সে কারণেই কি না দিল্লি এবার কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর সৌরভ গাঙ্গুলিকে ছেড়ে দেয়। এরপরই সম্প্রতি সাবেক ভারতীয় ক্রিকেটার বেনুগোপাল রাওকে প্রধান কোচ এবং ডিরেক্টর অফ ক্রিকেট পদে আরেক সাবেক ক্রিকেটার হেমং বাদানিকে নিযুক্ত করে দিল্লি।
আইপিএলের শুরু থেকেই ক্রিকেটারের ভূমিকায় ছিলেন মুনাফ প্যাটেল। তবে অতীতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেননি কখনও। একাধিক ফ্র্যাঞ্চাইজিতে তার পারফরমেন্সও যথেষ্ট ভালোই ছিল। ভারতের হয়ে জিতেছেন ২০১১ সালের বিশ্বকাপও। তার কাঁধেই এবার আইপিএলের নিলামের আগে বোলিং কোচের দায়িত্ব তুলে দিলো দিল্লির টিম ম্যানেজমেন্ট।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি ওয়ানডে ম্যাচে খেলেছেন মুনাফ প্যাটেল, নিয়েছেন ৮৬ উইকেট। টেস্টেও তার ঝুলিতে রয়েছে ৩৫টি উইকেট। ৬৫টি আইপিএল ম্যাচে ৭৬টি উইকেট শিকার করেছেন সাবেক এই ডানহাতি পেসার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ