গুরুত্বপূর্ণ সিরিজে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে কোচিং প্যানেলে এক প্রোটিয়াকে যুক্ত করল শ্রীলঙ্কা। দুই টেস্টের জন্য লঙ্কানদের পরামর্শক হিসেবে কাজ করবেন নিল ম্যাকেঞ্জি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য বুধবার (১৩ নভেম্বর) থেকে ২১ নভেম্বরের মধ্যে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকেঞ্জি। এই খবর জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ডারবানে আগামী ২৭ নভেম্বর শুরু হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। এরপর গেবেখায় ৫ ডিসেম্বর থেকে দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে আপাতত ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ৫৪.১৭ শতাংশ পয়েন্ট পাওয়া প্রোটিয়াদের অবস্থান পঞ্চম। আগামী বছরের ফাইনালের টিকেট পেতে এই সিরিজটি দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ।
তাই দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বুঝতে সে দেশের সাবেক ব্যাটসম্যানকে কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করল লঙ্কানরা। ক্রিকেট বোর্ডের অ্যাশলে ডি সিলভার আশা, দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বোঝার পাশাপাশি ম্যাকেঞ্জির দীর্ঘ অভিজ্ঞতার সুফল পাবে শ্রীলঙ্কা।
২০০০ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে প্রোটিয়াদের হয়ে ৫৮ টেস্ট খেলে ৩ হাজারের বেশি রান করেছেন ম্যাকেঞ্জি। ২০০৮ সালে গ্রায়েম স্মিথের সঙ্গে মিলে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৪১৫ রানের উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন তিনি।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর বিভিন্ন দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার ডাগআউটে ছিলেন ম্যাকেঞ্জি। এছাড়া বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ