টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েও হেরে গেছে বাংলাদেশ। আইরিশদের দেওয়া ১৭০ রানের বড় লক্ষ্য তাড়ায় রেকর্ড ওপেনিং জুটির পরও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের।
সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দীর্ঘদিন পর দলে ফিরেছিলেন পেসার জাহানারা আলম। দলে থেকেও খুশি হতে পারছেন না বাংলাদেশি এই পেসার। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আজ (শুক্রবার) জাহানারা বলেন, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সবসময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার নসিবে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’
‘তবে শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চারজন খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের সকলের আছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির হার নিয়ে জাহানারা বলেন, ‘১৬৯ রান, ১৭০ টার্গেট, এটা আমার কাছে মনে হচ্ছে আমরা যদি শুরুটা ভালো করি এবং পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাই তাহলে সম্ভব। ১০-১১ ওভারে আমরা শতরানের বেশি করেছিলাম। এটা আমাদের জন্য বড় একটি সংগ্রহ ছিল, ওপেনিং জুটি বলতে পারেন। তারপরও আমরা আশাবাদী ছিলাম। কিন্তু শেষের দিকে হয়ত কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের চারজন ব্যাটার ছন্দে ফেরাতে পরের ম্যাচগুলো নিয়ে আমরা খুবই আশাবাদী।’
বিডি প্রতিদিন/আশিক