বিশ্ব কিংবদন্তি চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নদের ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে দক্ষিণ আফ্রিকার জয় নয়, বরং ভারতের সাবেক ব্যাটার সুরেশ রায়নার টুইট।
এক্স (পূর্বে টুইটার)-এ রাইনা লেখেন, ‘দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন! আমরা খেললে তো পাকিস্তানকে গুঁড়িয়ে দিতাম, কিন্তু…।’
এ মন্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে রায়নার কটাক্ষ স্পষ্ট। কারণ ভারত চ্যাম্পিয়নস দল, (যার নেতৃত্বে ছিলেন যুবরাজ সিং) পাহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই অংশ নেয়নি।
প্রথমে লিগ পর্বে, পরে সেমিফাইনালে-দুইবারই ভারত দল খেলতে অস্বীকৃতি জানায়। সেমিফাইনালে ভারতের এই সিদ্ধান্তে বিনা খেলায় ফাইনালে চলে যায় পাকিস্তান।
ফাইনালে পাকিস্তান ২০ ওভারে ১৯৫/৫ রান করলেও, ডি ভিলিয়ার্সের অপরাজিত ১২০ রানে মাত্র ১৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা জয় পায় ৯ উইকেটে। পুরো টুর্নামেন্ট জুড়েই ডি ভিলিয়ার্স ছিলেন দুর্দান্ত ফর্মে, হয়েছেন টুর্নামেন্ট সেরাও।
এদিকে ভারতের ম্যাচ বয়কটের ঘটনার ধারাবাহিকতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুর্নামেন্টে ভবিষ্যতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
পিসিবির অভিযোগ, ‘একটি দল ইচ্ছাকৃতভাবে ম্যাচ না খেলেও যেভাবে পয়েন্ট পেল, তা ছিল ভণ্ডামিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট।’
তারা আরও জানায়, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল নিয়ে আয়োজকদের বিবৃতি ছিল ‘রাজনৈতিক প্রভাব ও জাতীয়তাবাদী আবেগের কাছে নতজানু।’
বিডি প্রতিদিন/এমআই