সম্প্রতি পাকিস্তান শাহীন্সের (‘এ’ দল) হয়ে যুক্তরাজ্যে সফর করেছেন তরুণ ব্যাটার হায়দার আলী। গত সোমবার শেষ হওয়া ওই সফর চলাকালে তার বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়ানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।
গত মাসে পিসিবি জানিয়েছিল, ১৮ সদস্যের পাকিস্তান শাহীনের দল ইংল্যান্ড সফরে যাবে ১৭ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত, যেখানে দলটি দুটি তিনদিনের ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে। হায়দার আলি ছিলেন সেই স্কোয়াডের একজন সদস্য।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ইংল্যান্ড সফরের সময় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ একটি তদন্ত শুরু করে, এবং এ বিষয়ে বোর্ডকে অবহিত করে।তবে ঘটনার প্রকৃতি বা সংশ্লিষ্ট বিবরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পিসিবি বলেছে, “খেলোয়াড়দের কল্যাণ ও অধিকার রক্ষায় আমাদের দায়িত্বের অংশ হিসেবে, হায়দার আলীকে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হয়েছে, যেন তিনি পুরো প্রক্রিয়ায় তার অধিকার নিশ্চিতভাবে রক্ষা করতে পারেন।”
বিবৃতিতে আরও বলা হয়, পিসিবি ব্রিটিশ আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান জানায় এবং তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার গুরুত্ব উপলব্ধি করে।
“এই প্রেক্ষাপটে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দার আলিকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত রাখা হবে,” জানানো হয় বিবৃতিতে।
পিসিবি আরও জানায়, তদন্ত ও আইনি কার্যক্রম শেষ হওয়ার পর, প্রয়োজনে বোর্ডের আচরণবিধি অনুযায়ী হায়দার আলীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না বোর্ড। সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজিম