কমিউনিটি শিল্ডের শিরোপা নির্ধারণী ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে ক্রিস্টাল প্যালেস। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার এই শিরোপা জিতেছে এফএ কাপ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে বাজিমাত করে প্যালেস।
ম্যাচের শুরুতেই সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রেকে স্মরণ করা হয়। এরপর ওয়েম্বলিতে আক্রমণাত্মক ফুটবল শুরু করে লিভারপুল। ম্যাচের চতুর্থ মিনিটেই নতুন তারকাদের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় তারা। ফ্লোরিয়ান ভির্টৎসের সহায়তায় গোল করেন ২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে।
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ক্রিস্টাল প্যালেস। ১৫ মিনিটের মাথায় ভার্জিল ফন ডাইকের ফাউলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে গোল করে দলকে সমতায় ফেরান জাঁ-ফিলিপ মাতেতা। তবে এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও লিভারপুলকে এগিয়ে দেন আরেক নতুন রিক্রুট জেরেমি ফ্রিমপং। দমিনিক সোবোসলাইয়ের লম্বা পাসে বল পেয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে গোল করেন এই ডাচ রাইটব্যাক। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্নে স্লটের দল।
দ্বিতীয়ার্ধেও লিভারপুলই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে, তবে এক পর্যায়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস। ম্যাচের ৭৭ মিনিটে ইসমাইলা সার গোল করে ম্যাচে ২-২ গোলের সমতা ফিরিয়ে আনেন। এরপর দুই দলই চেষ্টা করেও আর গোল করতে না পারায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে চলে যায়।
পেনাল্টি শুটআউটে লিভারপুলের মোহাম্মদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং হার্ভি এলিয়টের শট রুখে দিয়ে প্যালেসকে ঐতিহাসিক জয় এনে দেন গোলরক্ষক ডিন হেন্ডারসন। অন্যদিকে, লিভারপুলের নতুন তারকারা গোলের দেখা পেলেও শেষ হাসি হাসতে পারেনি দলটি।
বিডি প্রতিদিন/নাজমুল