তিন মাসের মধ্যে দ্বিতীয় ট্রফির খুব কাছে ছিল টটেনহ্যাম হটস্পার। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে উয়েফা সুপার কাপ জয় থেকে কয়েক মিনিট দূরে ছিল তারা। কিন্তু শেষ দিকে ইউরোপা লিগ জয়ীদের জালে দুইবার বল জড়িয়ে টাইব্রেকারে ম্যাচ নেয় প্যারিসিয়ানরা। তারপর পেনাল্টি শট আউটে ৪-৩ গোলে জিতে এই বছর পঞ্চম ট্রফি ঘরে নিলো তারা। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্রথম ফ্রেঞ্চ ক্লাব হিসেবে সুপার কাপে চ্যাম্পিয়ন হলো পিএসজি।
ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে ছিল তারা। কিন্তু বদলি নামা গনসালো রামোস ৯৪ মিনিটে সমতায় ফিরিয়ে ম্যাচের ভাগ্য বদলে দেন।
সেই গোলে ২-২ এ নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে যায়। ভিতিনহা গোলবারের পাশ দিয়ে বল মারলে পিএসজির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু টটেনহ্যামের প্রথম গোলদাতা মিকি ফন ডার ভেনের শট ঠেকিয়ে দেন পিএসজি কিপার লুকাস শেভালিয়ের।
মাথিস তেল টটেনহ্যামের হয়ে গোলবারের পাশ দিয়ে বল মারেন। স্নায়ুচাপ ধরে রেখে জয়সূচক পেনাল্টি নেন নুনো মেন্দেস।
এর আগে ৩৯তম মিনিটে টটেনহ্যামকে লিড এনে দেন ইতালির উদিনেতে ফন ডার ভেন। শেভালিয়ের হাফ টাইমের আগে জোয়াও পালহিনহার প্রচেষ্টা ফিরিয়ে দিলে স্লাইড করে জালে বল ঠেলে দেন তিনি। দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে ফ্রি কিক থেকে হেডিংয়ে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
এরপর ম্যাচ জয়ের দিকেই এগোচ্ছিল টটেনহ্যাম। তবে ৮৫ মিনিটে ২০ গজ দূর থেকে চমৎকার স্ট্রাইকে টটেনহ্যামের সেই আশা ফিকে করে দেন লি কাং ইন। তারপর উসমান দেম্বেলের ক্রসে রামোসের গোলে ফেরায় সমতা।
এরপর টটেনহ্যাম শুট আউটেও ২-০ তে এগিয়ে ছিল। কিন্তু এরপরও পিএসজির কাছে হৃদয় ভাঙল তাদের।
বিডি প্রতিদিন/কেএ