দুই গোলে এগিয়ে থাকা টটেনহাম হটস্পারের জালে শেষ দিকে দুইবার বল জড়িয়ে ম্যাচে সমতায় ফেরে পিএসজি। এরপর পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতে উয়েফা সুপার কাপের ট্রফি ঘরে তোলে ফরাসি জায়ান্টরা। নিশ্চিত পরাজয়ের মুখে থেকেও এমন জয় ছিল পিএসজির জন্য অবিশ্বাস্য। পিএসজি কোচ লুইস এনরিকে বলছেন, ম্যাচের শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছে তার শিষ্যরা। আর সে কারণেই শেষ পর্যন্ত ভাগ্য ধরা দিয়েছে।
এদিন ম্যাচের ৩৯তম মিনিটে টটেনহ্যামকে লিড এনে দেন ইতালির উদিনেতে ফন ডার ভেন। দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে ফ্রি কিক থেকে হেডিংয়ে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
এরপর ম্যাচ জয়ের দিকেই এগোচ্ছিল টটেনহ্যাম। তবে ৮৫ মিনিটে ২০ গজ দূর থেকে চমৎকার স্ট্রাইকে টটেনহ্যামের সেই আশা ফিকে করে দেন লি কাং ইন। তারপর উসমান দেম্বেলের ক্রসে রামোসের গোলে ফেরায় সমতা। এরপর টটেনহ্যাম শুট আউটেও ২-০ তে এগিয়ে ছিল। কিন্তু এরপরও তাদের হৃদয় ভেঙে মৌসুমের পঞ্চম ট্রফি ঘরে তোলে পিএসজি।
ম্যাচের পর এনরিকে বলেছেন, ৮০ মিনিট পর্যন্ত যেভাবে হয়েছে তাতে এই জয় আমাদের প্রাপ্য ছিল না। আমার মনে হয় টটেনহ্যামের জয়টা প্রাপ্য ছিল। কারণ তারা ছিল দারুণ ছন্দে। ওরা ৬ সপ্তাহ ধরে অনুশীলন করছিল এবং ম্যাচটাও খেলেছে দারুণভাবে।
নিজের অনুশীলনের ঘাটতির কথাও তুলে ধরেন এনরিকে, আমরা মাত্র ৬ দিন হয়েছে অনুশীলন করছি। কিন্তু ফুটবল অনেক সময়ই অন্যায় করে থাকে। আমাকে বলতেই হবে শেষ দশ মিনিটে আমরা ভীষণ ভাগ্যবান ছিলাম যে, দুটি গোল আদায় করতে নিতে পেরেছি।
দুই গোলে পিছিয়ে পড়লেও এনরিকে জানালেন, শেষ মুহূর্ত পর্যন্ত তার শিষ্যদের জয়ের বিশ্বাসটা ছিল, শেষ মিনিট পর্যন্ত আমার খেলোয়াড়দের বিশ্বাসটা ছিল, একই ভাবে সমর্থকদেরও।
বিডি প্রতিদিন/কেএ