আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জফরা আর্চার। এছাড়া, র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটারও।
এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সিরিজের ফাইনালে আফগানদের ৭৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে দলটি। এতে করে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বেশ কিছু পাকিস্তানি বোলার।
র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকী। পেসার শাহীন শাহ আফ্রিদি ৪ ধাপ এগিয়ে রয়েছেন ২২তম স্থানে। এছাড়া, লেগ স্পিনার আবরার আহমেদ ৩৯ ধাপ এগিয়ে উঠেছেন ২৭ নম্বরে। ত্রিদেশীয় সিরিজে ১০ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জেতা মোহাম্মদ নওয়াজ ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ৩০ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে রয়েছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। শ্রীলঙ্কার কুশল পেরেরা ৩ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৯ম স্থানে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ঢুকেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৩ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে আছেন তিনি। এছাড়া দুই পাকিস্তানি সাইম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজ ৫ ধাপ করে এগিয়েছেন। সাইম আছেন ৯ নম্বরে, নওয়াজ রয়েছেন ১৬তম স্থানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের জফরা আর্চার। ১৬ ধাপ এগিয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। আর্চারের সতীর্থ আদিল রশিদ ৭ ধাপ এগিয়ে রয়েছেন ৮ম স্থানে।
ব্যাটারদের মধ্যে জো রুট ৫ ধাপ এগিয়ে ১৯ নম্বরে, জস বাটলার ৭ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে এবং ৫৬ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে রয়েছেন জ্যাকব বেথেল।
বিডি প্রতিদিন/কেএ