হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছে টাইগাররা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আবু ধাবিতে মাঠে নামছে লিটন দাসের দল।
এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। অবশ্য জয়ের প্রত্যাশাই করছেন অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে জানালেন, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।
প্রথম ম্যাচকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, দেখুন, এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। সাম্প্রতিক অতীতে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। যথেষ্ট পরিমাণে প্রস্তুত। আমরা গেমে নামব ম্যাচ জেতার জন্য, এবং এই চিন্তা কখনও মাথায় আসবে না যে কার সঙ্গে খেলছি, প্রতিপক্ষ কে। সবসময় আমি যে কথাটা বললাম যে, আমাদের হান্ড্রেড পার্সেন্ট গেমটাই খেলতে হবে। যেকোনো টিমের সাথে নিজের বেস্ট ইফোর্টটাই দিতে হবে।
টি-টোয়েন্টিতে হংকংয়ের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেটি অবশ্য ২০১৪ সালে।
এদিকে, নেদারল্যান্ডস সিরিজের মতো পরীক্ষা-নিরীক্ষা নয়, নিয়মিত ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজানো হবে। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন। আর তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিবকে খেলানো হতে পারে।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/কেএ