১৮ অক্টোবর, ২০২১ ০০:৪২

পরাজয়ে ব্যাটিং ব্যর্থতাকেই দেখছেন মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক

পরাজয়ে ব্যাটিং ব্যর্থতাকেই দেখছেন মাহমুদুল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিশ্বকাপ মিশনে হোঁচট খেল টাইগাররা। এ নিয়ে স্কটিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুবারের দেখায় প্রতিবারই হার দেখল বাংলাদেশ।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে স্কটল্যান্ডের করা ১৪০ রানের জবাবে বাংলাদেশ ৭ উইকেটে থেমে গেছে ১৩৪ রানে।

নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দেখছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘উইকেট খুব ভালো ছিল। ১৪০ এই উইকেটে তাড়া করা কঠিন কিছু না। আমরা মাঝে কোনো একটি ওভারকে বড় লক্ষ্য বানাতে পারিনি। বোলাররা খুবই ভালো করেছে, তবে ব্যাটিংটা সেরা দিতে পারেনি। ’

তিনি আরও বলেন, ‘তাদের ব্যাটাররা অবশ্যই ক্রেডিট পাবে। তারা খুব ভালোভাবে শেষ করেছে। তবে আমরা এখনও ইতিবাচক এবং বের করবো কোথায় ভুল করেছি ও এসব ভুল যাতে আর না হয় সেই চেষ্টা থাকবে।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর