জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য খুশির খবর। হোয়াটসঅ্যাপ চ্যাট এবার আরও বেশি রঙিন ও আনন্দময় করতে খুব শিগগিরই এতে যুক্ত হচ্ছে জিআইএফ ইমেজস পাঠানোর সুবিধা।
ভারতীয় একটি গণমাধ্যমে খবর, হোয়াটসঅ্যাপ ফর আইওএস বেটা ভার্সন ২.১৬.৭.১ আপডেটে ইউজাররা একে অপরকে ‘অটো-প্লে’ হবে এমন জিআইএফ ইমেজস পাঠাতে পারবেন। জিআইএফ ইমেজস গ্যালারি থেকে সরাসরি চ্যাট বক্সে ওই ইমেজ পাঠানো যাবে।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব