সেলিব্রেটিদের সামাজিক যোগাযোগ একাউন্ট হ্যাকিংয়ের সর্বশেষ শিকার হলেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ইভান উইলিয়ামস। 'আওয়ারমাইন' নামে একটি গ্রুপ তার টুইটার একাউন্ট হ্যাকিংয়ের কথা এক টুইট বার্তায় বুধবার জানায়। টেকনোলজিবিষয়ক ওয়েবসাইট 'মাশাবল' তাদের এক প্রতিবেদনে বৃহস্পতিবার হ্যাকিংয়ের কথা জানায়। খবর আইএএনএস'র
একই গ্রুপ গত সোমবার সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক জুকারবার্গের ফেসবুক একাউন্ট হ্যাক করে। এর দু'দিন পরই টুইটারের সহ-প্রতিষ্ঠাতার একাউন্ট হ্যাকিংয়ের এ ঘটনা ঘটলো।
এদিকে, টুইটার এক বিবৃতিতে কোনো ব্যক্তির টুইটার একাউন্ট হ্যাকিংয়ের ব্যাপারে কোনো রকম মন্তব্য করে না জানায়।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ