ফ্লোরিডার ওরলানডোতে একটি সমকামী নৈশক্লাবে সহিংস সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার 'সেফটি চেক' সার্ভিস ব্যবহারকারীদের জন্য সক্রিয় করে দিয়েছে। এর মাধ্যমে লোকজন তার বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনদের তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন যে তারা আক্রান্ত এলাকায় কিনা এবং নিরাপদ আছেন কিনা। সেইসঙ্গে এর ব্যবহারীরাও ফিচারটির মাধ্যমে জানতে পারবেন তার বন্ধুরা নিরাপদ আছেন কিনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফেসবুকের এই সার্ভিস সক্রিয় করার ঘটনা এই প্রথম। খবর আইএএনএস'র
ফেসবুকের সেফটি চেক ফিচারটি হচ্ছে মূলত 'আই অ্যাম সেফ' নামে একটি বাটন। এতে ক্লিক বা ট্যাপ করেই লোকজন বন্ধু-বান্ধবদের ত্বরিত জানাতে পারবেন তারা নিরাপদে আছেন না সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
উল্লেখ্য, ফেসবুক ২০১৪ সালের অক্টোবরে তার সেফটি ফিচার চালু করে। এটিকে ইতোমধ্যে প্যারিসে গত বছরের সন্ত্রাসী হামলাসহ বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সক্রিয় করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ