বাংলাদেশে প্রথমবারের মত ডিজিটাল সুযোগ সুবিধাসহ ডিজিটাল রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদন করতে যাচ্ছে সোহানা হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই মধ্যে পুবাইলে গড়ে উঠছে ২৬ বিঘা জমির উপর পরিপূর্ণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোহানা হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
উন্নত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে অত্যাধুনিক মেশিনারিজ। প্রাথমিক পর্যায়ে ১০টি মডেলের ডিজিটাল রেফ্রিজারেটর তৈরি করা হবে, যা হবে ৩ ধরনের। ১. মিরর ২. ওয়াটার দি স্পেন্সার সম্বলিত ৩. ডিজিটাল কন্ট্রোল সিস্টেম।
বাংলাদেশে রেফ্রিজারেটর ব্যবহারে নতুনত্ব আনার লক্ষে পূর্বের সকল প্রযুক্তির ব্যবহার না করে সর্বশেষ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।
সোহানা হাই টেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান তার ২০ বছরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশে প্রথমবারের মত একটি পরিপূর্ণ ইলেক্ট্রনিক্স হোম অ্যাপলাইন্স কারখানা স্থাপন করতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে মো. মিজানুর রহমান বলেন, বাংলাদেশের ভোক্তারা এখনো অনেক প্রযুক্তি থেকে বঞ্চিত। তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, তারা এখন আরও প্রযুক্তি নির্ভর। কিন্তু তাদের চাহিদা ঠিকমত পূরণ হচ্ছে না। ভোক্তাদের নতুন কিছু চমক দিয়ে অত্যাধুনিক নতুন ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ‘সোহানা’র সকল পণ্য বাজারজাত করা হবে খুব শিগগিরই।
গত দুই বছর যাবৎ এলইডি টিভি, রেফ্রিজারেটর, এসি ইত্যাদি বাজারজাত করার পর পরিপূর্ণ উৎপাদন প্রক্রিয়ার সকল কাজ প্রায় শেষের পর্যায়ে। পুবাইলে অবস্থিত ফ্যাক্টরিতে খুব শিগগিরই উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।
সোহানা হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এর ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ ইয়াসির আলম বলেন, খুব শিগগিরই জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দেশের সকল ডিলার ব্যবসায়ীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সোহানা হাই টেক ইন্ডাস্ট্রিজের কার্যক্রম শুরু করা হবে।’
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৬/রাসেল/মাহবুব