এবার ভারতে কঠিন হতে চলেছে যখন খুশি তখন মোবাইল ফোন রিচার্জ করা। কারণ এখন থেকে প্রতিবার ফোন রিচার্জ করার সময়ে নির্দিষ্ট ফরম পূরণ করে যাবতীয় তথ্য জমা দিতে হবে।
সোমবার সুপ্রিম কোর্ট মোদি সরকারকে জানিয়ে দিয়েছে, আগামী এক বছরের মধ্যে দেশের সব মোবাইল ফোন ব্যবহারকারীদের যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে।
যারা পোস্ট পেইড কানেকশন ব্যবহার করেন তাদের যাবতীয় তথ্য ও প্রমাণ পত্র সংশ্লিষ্ট মোবাইল পরিসেবা সংস্থা ও ট্রাইয়ের কাছে থাকে। এ বার বলা হয়েছ, প্রি পেইড গ্রাহকদের তথ্যও জমা করতে হবে।
সুপ্রিম কোর্টের বক্তব্য, ভারতের প্রায় ১০০ কোটি মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করেন। আগামী এক বছরের মধ্যে সমস্ত গ্রাহকের ফোন নম্বরের সঙ্গে 'আধার' (রেশন কার্ড নম্বার) নম্বর যুক্ত করতে হবে। এ ছাড়াও, যাদের কাছে প্রি পেইড সিম রয়েছে তাদের প্রতিবার ফোন রিচার্জ করার সময়ে নির্দিষ্ট ফরম পূরণ করে যাবতীয় তথ্য জমা দিতে হবে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/ সালাহ উদ্দীন