১০ জুন, ২০২১ ০৯:৪৫

ট্রাম্পের টিকটক নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

অনলাইন ডেস্ক

ট্রাম্পের টিকটক নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

চীনা অ্যাপ টিকটক ও উইচ্যাটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন জো বাইডেন। জাতীয় নিরাপত্তার ওপর ঝুঁকি সৃষ্টি করছে এমন অভিযোগে ২০২০ সালে টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আইনি প্রতিবন্ধকতা থাকায় ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। 

চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের একটি অ্যাপ টিকটক। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে টিকটক এখনো কোনো মন্তব্য করেনি। 

নিষেধাজ্ঞার পরিবর্তে মার্কিন বাণিজ্য বিভাগ এখন চীনের মতো বিদেশী প্রতিপক্ষের দ্বারা নির্মিত এবং তৈরি করা অ্যাপগুলির পর্যালোচনা করবে। বাইডেন বলেছেন, এ অ্যাপগুলো আসলেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি কী না - তা প্রমাণসহ খতিয়ে দেখতে। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর