৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৩৯

ক্রিয়েটরদের সুরক্ষায় টিকটকের আপডেটেড অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট সিস্টেম

প্রেস বিজ্ঞপ্তি

ক্রিয়েটরদের সুরক্ষায় টিকটকের আপডেটেড অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট সিস্টেম

টিকটক ক্রিয়েটরদের বাড়তি সুরক্ষায় নতুন কিছু নীতিমালা এনেছে। টিকটকের বেশিরভাগ কমিউনিটি সদস্য নীতিমালা অনুসরণ করলেও অল্প কিছু সংখ্যক ব্যবহারকারী যারা প্রতিনিয়তই নীতি লঙ্ঘন করেন। বারবার নীতি লঙ্ঘন করা সেসব ব্যবহারকারীদের প্রতিহত করতে টিকটক আপডেটেড অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট সিস্টেম তৈরি করেছে। টিকটক বিশ্বাস করে, এই পরিবর্তন খুব দক্ষতা ও দ্রুততার সঙ্গে ক্ষতিকর সব কনটেন্ট এবং অ্যাকাউন্ট সরিয়ে ফেলতে পারবে।

নতুন সিস্টেমে যদি কেউ টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের মতো কনটেন্ট পোস্ট করেন, কনটেন্টটি সরিয়ে অ্যাকাউন্টকে একটি স্ট্রাইক দেয়া হবে। যে অ্যাকাউন্টগুলো নীতি এবং ফিচারগুলো দিয়ে খুব বেশি সংখ্যক ক্রমবর্ধমান স্ট্রাইক পাবে তাদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।

একেকটি স্ট্রাইকের মেয়াদ শেষ হবে ৯০ দিন পর। আর গুরুতর নীতিলঙ্ঘনের জন্য প্রথম স্ট্রাইকের উপরই স্থায়ী নিষেধাজ্ঞা জারি করারও বিধান থাকছে। যদি কোনো অ্যাকাউন্ট কোনো প্রোডাক্টের ফিচার (যেমন মন্তব্য, লাইভ) বা নীতি (যেমন বুলিং এবং হয়রানি) এর মধ্যে স্ট্রাইকের থ্রেশহোল্ড পূরণ করে, তাহলে সেটি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর