হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দারুণ সুখবর আসছে। শিগগিরই হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপের ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি অডিও-ভিডিও কল করা ও বার্তা পাঠানোর সুযোগ তৈরি হতে যাচ্ছে। অর্থাৎ, কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারকারীকে বার্তা পাঠাতে বা কল করতে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে না।
খবর অনুসারে, বিশ্বের শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ইন্টার-অপারেবল সুবিধা চালু করতে যাচ্ছে। এটা হোয়াটসঅ্যাপকে অন্য প্ল্যাটফর্মের সঙ্গে আরও যুক্ত করবে। বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ডিএমএ অনুযায়ী, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমিয়ে প্রতিযোগিতার জন্য সমান ক্ষেত্র তৈরি করা জরুরি। এই আইন মেনে, প্রতি মাসে ৪৫ মিলিয়ন বা তার বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্মগুলোকে অন্যান্য অ্যাপের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করতে হবে।
হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধাটি প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চালু করা হবে। এটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি বন্ধ না করেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যা যোগাযোগের দুনিয়ায় একটি বড় পরিবর্তন নিয়ে আসবে।
বিডিপ্রতিদিন/কবিরুল