অনেকে আছেন নিজেদের গোপনীয় তথ্য ব্যক্তিগত ফোনে রেখে দেন। যদিও নিরাপত্তার জন্য স্মার্টফোনে লক স্ক্রিনের ব্যবস্থা রয়েছে, তবে এটি যথেষ্ট নয়। এমনটা মনে করেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। স্মার্টফোন সুরক্ষিত রাখা এখন অনেকটা সহজ করেছে অ্যান্ড্রয়েডের নতুন অ্যান্টি-থেফট ও প্রাইভেট স্পেস ফিচার। প্রাইভেট স্পেস সেটআপ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত অ্যাপের প্রয়োজন নেই।
অ্যান্ড্রয়েড ফোনে প্রাইভেট স্পেস সেটআপ করার জন্য ব্যবহারকারীকে একটি আলাদা প্রোফাইল তৈরি করতে হবে। প্রথমে ফোনের সেটিংসে গিয়ে নিচে স্ক্রল করে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করতে হবে। এ সেকশনের মধ্যে প্রাইভেট স্পেস অপশনটি খুঁজে ট্যাপ করতে হবে। এবার সেটআপে ট্যাপ করে ‘Got it’ নির্বাচন করতে হবে। এরপর নিজের গুগল অ্যাকাউন্টে সাইনইন করতে হবে। পরবর্তী ধাপ হলো- ডিভাইসের স্ক্রিন লক দিয়ে প্রাইভেট স্পেস সুরক্ষিত করা। এটি করতে Use screen lock নির্বাচন করতে হবে। চাইলে ডিভাইসের স্ক্রিন লকের পরিবর্তে একটি কাস্টম প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড লক সেট করতে Choose new lock অপশনটিতে ট্যাপ করতে হবে। এবার সবশেষে Done--এ ট্যাপ করতে হবে।
প্রাইভেট স্পেস সেটআপ করার পর এটি অ্যাপ ড্রয়ারে স্ক্রল করে নিচে থাকা তালাবদ্ধ আইকনে padlock icon ট্যাপ করে খুঁজে পাওয়া যাবে। প্রাইভেট স্পেসে ক্যামেরা, কন্টাক্টস, ফটো ও প্লে স্টোরের মতো কিছু প্রি-ইনস্টলড অ্যাপ থাকবে। কোনো অ্যাপ প্রাইভেট স্পেসে নিতে হলে সেটি মেইন স্পেস থেকে আনইনস্টল করে প্রাইভেট স্পেসে পুনরায় ইনস্টল করতে হবে অথবা একই অ্যাপের দুটি কপি রাখা যাবে- একটি মেইন স্পেসে ও আরেকটি প্রাইভেট স্পেসে। প্রাইভেট স্পেসের ইনস্টল (Install)-এ ট্যাপ করে নতুন অ্যাপ যুক্ত করা যাবে।
তথ্যসূত্র : স্ল্যাশগিয়ার
বিডি প্রতিদিন/ ওয়াসিফ