শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপ এখন আরও উইন্ডোজবান্ধব

টেক ডেস্ক

হোয়াটসঅ্যাপ এখন আরও উইন্ডোজবান্ধব

অবশেষে ব্যবহারকারীদের জন্য উইন্ডোজবান্ধব হোয়াটসঅ্যাপ ডেস্কটপ সার্ভিস নিয়ে এসেছে মেসেজিং প্ল্যাটফরমটি। এবার সরাসরি ডেস্কটপ পিসি ও ল্যাপটপে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। এর ফলে উইন্ডোজ ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো, গ্রহণ কিংবা ‘সিংক’ করতে নিজের ফোন আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত (লিংক) করতে হবে না। অ্যাপটি এবার মাইক্রোসফট স্টোর থেকে উইন্ডোজ ডিভাইসে সরাসরি ডাউনলোড করা যাবে। এর আগে উইন্ডোজ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ওয়েবভিত্তিক ডেস্কটপ অ্যাপ ডাউনলোড অথবা যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ঢুকতে হতো। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের ইন্টারফেস আগের চেয়ে খানিকটা স্বচ্ছ হয়েছে। হোয়াটসঅ্যাপ এবার আরও জনপ্রিয় হবে বলে প্রত্যাশা করছে প্ল্যাটফরমটির মূল প্রতিষ্ঠান মেটা।               

সর্বশেষ খবর