শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ফেসবুক প্রফেশনাল মোড যেভাবে চালু করবেন

টেকনোলজি ডেস্ক

ফেসবুক প্রফেশনাল মোড যেভাবে চালু করবেন

ফেসবুক সাপোর্টে যোগাযোগ করে আপনার ফিচারটি না পাওয়ার বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে পারেন।  অথবা আপনি চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন। কিছুদিনের মধ্যেই আশা করি অপশনটি পেয়ে যাবেন

 

ফেসবুক প্রফেশনাল মোডের কাজ হলো ফেসবুক পেজের ফিচারগুলো ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলে প্রদান করা, এছাড়া এই ফিচার ব্যবহার করে ফেসবুক প্রোফাইল দ্বারাই আয় সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক প্রফেশনাল মোড কি ও কীভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করবেন।

ফেসবুক প্রফেশনাল মোড চালু করার নিয়ম

 

প্রোফাইলের জন্য প্রফেশনাল মোড চালু করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন-

>> ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করুন।

>> এরপর থ্রি-লাইন (মেন্যু) আইকনে ট্যাপ করুন

>> Turn on professional mode অপশন সিলেক্ট করুন।

>> প্রফেশনাল মোড সম্পর্কে কিছু তথ্য সম্পর্কিত একটি পপ-আপ দেখতে পাবেন, Turn On সিলেক্ট করুন।

>> এরপর আপনার ফেসবুক ড্যাশবোর্ড পরিবর্তন হয়ে প্রফেশনাল মোডে পরিণত হয়ে যাবে।

 

ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করার নিয়ম

 

ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করাও বেশ সহজ। ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করতে চাইলে-

>> ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন।

>> এবার থ্রি-লাইন (মেন্যু) ট্যাপ করুন।

>> Turn Off Professional Mode গড়ফব অপশন সিলেক্ট করুন।

>> অ্যাকশন নিশ্চিত করতে Turn Off  অপশনে ক্লিক করুন।

ফেসবুক প্রফেশনাল মোড শো না করলে

 

ফেসবুক প্রফেশনাল মোড আপনার প্রোফাইলে শো না করলে ফেসবুক সাপোর্টে যোগাযোগ করে আপনার ফিচারটি না পাওয়ার বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে পারেন। অথবা আপনি চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন। কিছুদিনের মধ্যেই আশা করি অপশনটি পেয়ে যাবেন।

সর্বশেষ খবর