২০২৩ সালের মধ্যে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ আনার ঘোষণা দিয়েছে শোয়া ডেনকো। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে ৫০ টেরাবাইট হার্ড ড্রাইভ আনার পরিকল্পনা করছে বলেও জানায় তারা। এক বিবৃতিতে জাপানভিত্তিক কোম্পানিটি জানায়, তোশিবা, সিগ্যাট ও ওয়েস্টার্ন ডিজিটালের মতো অংশীদারদের জন্য তারা ৩ থেকে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ তৈরি করবে। সেগুলো মূলত ডাটা সেন্টারসহ অন্যান্য ভারী কাজে ব্যবহৃত হবে। কয়েক দিন আগে ওয়েস্টার্ন ডিজিটালের জন্য ২৬ টেরাবাইটের হার্ড ড্রাইভ আনার ঘোষণা দিয়েছিল শোয়া ডেনকো, যা এরই মধ্যে বাজারজাত শুরু হয়েছে। এর দুই বছর আগে স্যামসাং একটি ১৫.৩৬ টেরাবাইটের হার্ড ড্রাইভ বাজারে ছেড়েছিল। সাধারণ ক্রেতাদের জন্য সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)-এর ক্ষেত্রে সেটিই ছিল সর্বোচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন। এবার তার দ্বিগুণ স্টোরেজ ও কর্মক্ষমতাসম্পন্ন আরেকটি হার্ডড্রাইভ বানিয়েছে তারা। ২.৫ ইঞ্চি ফ্রেমের হার্ডড্রাইভ পিএম১৬৪৩-এর ধারণক্ষমতা ৩০.৭২ টেরাবাইট। সার্ভার বা বিশাল কোনো নেটওয়ার্কের বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ এখন আরও সহজ হয়ে যাবে। হার্ড ড্রাইভটি প্রতি সেকেন্ডে ২,১০০ মেগাবাইট ডেটা রিড করতে পারে। এর ডেটা রাইট করার গতি সেকেন্ডে ১,৭০০ মেগাবাইট। পিএম১৬৪৩-এর ক্ষমতা সম্পর্কে ধারণা দিতে বলা হচ্ছে এটিতে প্রায় ৬ হাজার এইচডি কোয়ালিটির সিনেমা সংরক্ষণ করা যাবে। তবে ল্যাপটপে বা কম্পিউটারে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভটি শিগগিরই যুক্ত করা হবে না। স্যামসাং জানিয়েছে, তারা নতুন ১৬.৩৬ টেরাবাইট, ৭.৬৮ টেরাবাইট, ৩.৮৪ টেরাবাইট, ১.৯২ টেরাবাইট, ৯৬০ গিগাবাইট এবং ৮০০ গিগাবাইটের হার্ড ড্রাইভ তৈরি বাড়িয়ে দেবে। হার্ড ড্রাইভটিতে অত্যাধুনিক প্রযুক্তির ভি-এনএএনডি চিপ ব্যবহার করে তৈরি এনএএনডি ফ্ল্যাশ প্যাকেজ ব্যবহার করা হয়েছে। আশা করা হচ্ছে, এখন থেকে এ ধরনের চিপ ও ফ্ল্যাশ প্যাকেজ বিপুল পরিমাণে উৎপাদন শুরু হবে। এর ফলে কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন ডিভাইসের বিল্ট ইন মেমোরি ক্রমেই আরও বৃদ্ধি পাবে।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
আলোচনায় ৩০ টিবি হার্ডডিস্ক
হার্ড ড্রাইভটিতে অত্যাধুনিক প্রযুক্তির ভি-এনএএনডি চিপ ব্যবহার করে তৈরি এনএএনডি ফ্ল্যাশ প্যাকেজ ব্যবহার করা হয়েছে...
টেকনোলজি ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর